Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

জুভেন্টাসে আর্থুর, বার্সেলোনায় পিয়ানিচ


ইউএনভি ডেস্ক:
সত্যি হলো বার্সেলোনা ও জুভেন্টাসের মধ্যকার দলবদলের গুঞ্জন। অবশেষে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলো। জুভেন্টাস থেকে বার্সেলোনায় আসবেন মিরালেম পিয়ানিচ।

সোমবার দলবদলের এ খবর নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। আর্থুরকে পেতে জুভেন্টাসের খরচ ৭৫.২ মিলিয়ন ইউরো। অন্যদিকে পিয়ানিচকে দলে নিতে বার্সেলোনাকে গুণতে হবে ৬০ মিলিয়ন ইউরো। দুজনই চলতি মৌসুমের শেষে ক্লাব ছাড়বেন।

গত দুই মৌসুম আগে নিজ দেশের ক্লাব গ্রেমিও ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন আর্থুর। এখনও পর্যন্ত কাতালানদের জার্সি গায়ে খেলেছেন ৭২টি ম্যাচ, করেছেন ৪ গোল। প্রথম মৌসুম দুর্দান্ত খেললেও, চলতি মৌসুমে শুরুর একাদশেই জায়গা পাচ্ছিলেন না আর্থুর।

চলমান গুঞ্জনের সত্যতা প্রমাণ করে রোববার জুভেন্টাসে গিয়ে নিজের মেডিকেল চেকআপ করিয়ে আসেন আর্থুর। তখনই বোঝা গিয়েছিল, এ দলবদল এখন সময়ের ব্যাপার মাত্র। যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে বার্সেলোনার টুইটারের মাধ্যমে।

অন্যদিকে জুভেন্টাসের ৩০ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার পিয়ানিচের সঙ্গে বার্সেলোনার চুক্তি চার বছরের। প্রাথমিকভাবে ৫৫ মিলিয়ন ইউরোর চুক্তি হলেও, সেটি বেড়ে হতে পারে ৬০ মিলিয়ন পর্যন্ত। আগামী ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত বার্সায়ই দেখা যাবে তাকে।


Exit mobile version