Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

জোর করে কিস্তি আদায়ে গেলে কঠোর ব্যবস্থা


নিজস্ব প্রতিবেদক: 

দেশে চলমান করোনা পরিস্থিতিতে জোর করে কিস্তি আদায়ে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক। সেই সাথে কিস্তি পরিশোধে বাধ্য না করতে নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার সকালে জেলা প্রশাসক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ব্যাপারে নির্দেশ দেন। জেলা প্রশাসকের পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

“এনজিও থেকে গৃহীত ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধে কোনও ঋণ গ্রহীতাকে ৩০/২০ জুন পর্যন্ত কিস্তি পরিশোধে বাধ্য করা যাবে না।”

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক ইউনিভার্সাল২৪নিউজ – কে জানান, এমআরএ সার্কুলারে আছে কেউ করে ৩০ জুন পর্যন্ত কিস্তি আদায় করতে পারবে না। আর কেউ যদি স্বেচ্ছায় দিতে চায় তাহলে সেক্ষেত্রে নিতে আপত্তি নেই।

তিনি আরো বলেন, যদি কেউ নিদের্শ অমান্য করে কিস্তি আদায় করে তাহলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি জেল জরমিানাও হতে পারে বলে জানান ডিসি।


Exit mobile version