জয়কালী বাড়ি মন্দিরে নির্বিঘ্নে চলাচলের দাবীতে মানববন্ধন


পাবনা প্রতিনিধি:

পাবনা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরের প্রধান ফটকের সাথে পকেট গেট দিয়ে নির্বিঘ্নে চলাচলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগীরা। শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরের সামনে মানববন্ধন কর্মসূচী পালন কালে ভুক্তভোগীরা বলেন, শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরের প্রধান ফটকের সাথেই মন্দিরে আগত ভক্তবৃন্দের সর্বক্ষণিক চলাচলের জন্য একটি পকেট গেট রয়েছে।

হঠাৎ করেই কয়েক মাস আগে সেই গেটের নীচের অংশে লোহার পাইপ সংযুক্ত করা হয়। এতে করে মন্দিরে আগত বয়স্ক পুরুষ মহিলা ভক্ত বৃন্দ এমনকি শিশুরা বাঁধাপ্রাপ্ত হয়ে পড়ে আহত হয়। গেটে সংযুক্ত পাইপ অপসারনের জন্য ইতোপূর্বে একাধিকবার মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে বলেও তারা বিষয়টি সমাধানে কোন পদক্ষেপ গ্রহন করেনি।

এ ব্যাপারে শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরের সাধারন সম্পাদক প্রলয় চাকীর সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, ভক্তবৃন্দের অসুবিধার কথা চিন্তা করে গেটে সংযুক্ত পাইপ অপসারনের উদ্যোগ গ্রহন করা হয়েছিল। তবে কমিটির গুটি কয়েক সদ্যসের বাঁধার কারণে অপসারন করা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন অচিরেই এই সমস্যার সমাধান হবে।

 


শর্টলিংকঃ