জয়পুরহাট জেলা সমিতির সভাপতি ওয়াহেদ, সম্পাদক বিবেক


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন জয়পুরহাট জেলা সমিতির ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল ওয়াহেদ ও সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী বিবেক মোর।

মঙ্গলবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক মিলনায়তনে (টিএসসিসি) জেলা সমিতির ‘জয়পুরহাট ডিস্ট্রিক স্টুডেন্ট ডে’ অনুষ্ঠানে কমিটির আংশিক ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি আইন বিভাগের শিক্ষক সাদিকুল ইসলাম সাগর। পরবর্তীতে বুধবার (০৭ আগস্ট) পূর্ণ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নুর আমিন, উম্মে কুলসুম, সাজ্জাদ হোসেন, গগন পাল, মিনহাজুল ইসলাম, মো. মিনহাজ, মো. রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম মেঘ, রুবেল ইসলাম, সাদিয়া আফরিন তুলি, মশিউর রহমান, নাইম হোসেন, খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, তাসকিফ আল তাওহিদ, মীর শহীদ, মারিয়াম নেসা ইতি, আল আমিন, প্রচার সম্পাদক আসলাম হোসেন, দপ্তর সম্পাদক হাসিবুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক আব্দুল হালিম, গনযোগাযোগ সম্পাদক নূর আলম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সম্পাদক পদে রয়েছে ৪০ জন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে ৭ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মরত জয়পুরহাটের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপদেষ্টা হিসেবে রয়েছে।


শর্টলিংকঃ