Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙেছে দুর্বৃত্তরা


ঝালকাঠির নলছিটি উপজেলায় ব্যক্তি উদ্যোগে নির্মিত মুক্তিযুদ্ধের ম্মৃতিস্তম্ভ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে উপজেলার ষাটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পাঁচ বছর আগে স্থানীয় প্রয়াত মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে সড়কের পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। ওই স্তম্ভের উপরে বঙ্গবন্ধু এবং তিন মুক্তিযোদ্ধার ভাস্কর্য নির্মাণ করা হয়।

১৯৭১ সালে এই স্থানটির কাছে চাচৈর এলাকায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের ব্যাপক যুদ্ধ হয়। এলাকায় পাক বাহিনী অত্যাচার ও হত্যাযজ্ঞ চালায়। সেই স্মৃতি রক্ষায় মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করন।

স্মৃতিস্তম্ভ থেকে ভেঙে ফেলা ভাস্কর্যগুলো পাশের খাল থেকে বোরবার সকালে পুলিশ উদ্ধার করে।

এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। নলছিটি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


Exit mobile version