Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ঝিনাইদহে যুবককের গলাকাটা লাশ উদ্ধার


ইউএনভি ডেস্ক:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক যুবককের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে  ।

রোববার সকালে উপজেলার বড় মৌকুড়ি গ্রামের একটি খাল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তার পরনে ছিল শার্ট-প্যান্ট।

শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, সকালে গ্রামের খালে ক্ষতবিক্ষত একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার চৌকিদাররা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


Exit mobile version