Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

টঙ্গীর ঝুট পল্লীতে আগুন: শতাধিক গুদাম পুড়ে ছাই


ইউএনভি ডেস্ক:

টঙ্গীর দত্তপাড়া কলাবাগান এলাকার ঝুট পল্লীতে তারাবীহর নামাজের সময় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় শতাধিক ঝুটের গুদাম পুড়ে গেছে।সোমবার রাত পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে টঙ্গী ও উত্তরার দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত পৌনে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসেনি।

স্থানীয়রা জানান, টঙ্গীর দত্তপাড়া কলাবাগান এলাকার স্থানিয় শিবু কাউন্সিলরের ৪/৫ বিঘা জমিতে প্রায় দুই শতাধিক ঝুটের গুদাম নিয়ে ঝুট পল্লী গড়ে উঠেছে।

পবিত্র রমজানের প্রথম তারাবির নামাজের সময় মুসুল্লিরা যখন মশগুল ঠিক তখনি এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এটাকে ঝুট ব্যবসায়ীদের অনেক শত্রুতা থাকার কথা বলে পরিকল্পিত বলেও অনেকে ধারণা করছে। আগুন লাগার পর থেকে ওই এলাকাটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, ৮টা ৫৫মিনিটে তারা ওই অগ্নিকাণ্ডের খবর পান।

খবর পেয়ে টঙ্গী স্টেশনের ৪টি এবং উত্তরা ফায়ারস্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।  অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। আগুনে প্রায় শতাধিক ঝুট গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।


Exit mobile version