Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

টাকা লাগলে আরও দেব, গবেষণা করেন: প্রধানমন্ত্রী


ইউএনভি ডেস্ক:

দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এই খাতে বরাদ্দ প্রয়োজনে আরও বাড়ানো হবে। তবুও যেন গবেষণা হয় এবং আন্তর্জাতিক জার্নালে সেই গবেষণা প্রকাশ পায়।বিশ্বের বিভিন্ন বড় বড় জার্নালে কেন বাংলাদেশের গবেষণা প্রকাশ হয় না এ নিয়ে প্রশ্নও রাখেন সরকারপ্রধান।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তার বক্তব্যের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকাশনা হতে হবে। তিনি দুঃখ প্রকাশ করেছেন যে, আমরা যতটা প্রকাশনা আশা করি বা যতটা হওয়া উচিত, সেটা পাই না। প্রকাশনা আরও কম হয়। তিনি এ সমন্ধে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা বাড়াতে বলেছেন।’

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘টাকার কথা প্রায়ই বলা হয়। এটা যথাযথ নয়। প্রায়ই দেখা যায় টাকা থাকে, টাকা ব্যবহার করা হয় না। টাকা যদি চায়, দেব। এ বিষয়ে একটা জেনারেল অর্ডার আছে। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, টাকা আমি ব্যবস্থা করে দেব- গবেষণা করেন, কাজ করেন, প্রকাশনা করেন। বিশ্বের বিভিন্ন বড় বড় জার্নাল আছে, সেসব জায়গায় কেন পাবলিশ হবে না?’

একনেক সভায় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের মূল খরচ ছিল ৪৯১ কোটি ৩৪ লাখ টাকা। আজকে সংশোধনীতে তা বাড়িয়ে করা হয়েছে ৮৪০ কোটি ৫৬ লাখ টাকা।

একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সম্পর্কে তার (প্রধানমন্ত্রীর) মন্তব্য ছিল, আমরা বিশ্ববিদ্যালয় বানাবো। কিন্তু বিশ্ববিদ্যালয় অনেক সময় শহর হয়ে যায়। হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী এক জায়গায় পড়ে। এতে পড়াশোনার মান রক্ষা হয় না এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। এটা যেন বিশ্ববিদ্যালয় থাকে। শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি কাজ করছে। শিক্ষার্থীর সংখ্যা ট্র্যাকিং করা হবে। মাত্রা নির্ধারণ করা হবে। পুনরায় তিনি আজকে এই বিষয়টা বলেছেন। যেহেতু জাতীয় কবির নামে বিশ্ববিদ্যালয়, এটাকে আলাদা মর্যাদায় নিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় যেন বাজার না হয়ে যায়। বিশ্ববিদ্যালয় যেন ঘুরেফিরে নগর না হয় সেটা বলেছেন।’

ব্রিজ-কালভার্ট প্রকল্পগুলো শীতের মধ্যেই শেষ করতে বৈঠকে প্রধানমন্ত্রী তাগাদা দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এমনভাবে ব্রিজ-কালভার্টসংক্রান্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে যেন সেটি শীতের মধ্যেই শেষ করা যায়। প্রকল্পগুলো যেন বর্ষাকাল পর্যন্ত না যায়।’


Exit mobile version