টানা ৬ ঘন্টা পাবজি গেমস খেলে কিশোরের মৃত্যু!


সারাদুনিয়া ডেস্ক:

টানা ৬ ঘণ্টা ‘পাবজি গেমস’ খেলার পর ভারতের রাজস্থানের নাসিরবাদ শহরে ফারকান কুরেশি নামে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়ে বসে দ্বাদশ শ্রেণীর এই শিক্ষার্থী।

ছবি : সংগৃহীত

পুলিশ জানিয়েছে, খেলার মাঝে উত্তেজনা ধরে রাখতে পারেনি ফারকান। আর তার উত্তেজনা এমন চরম সীমায় পৌঁছে যায়, হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় ফারকানের। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার।

ফারকানের চিকিৎসা করছিলেন কার্ডিওলজিস্ট অশোক জৈন। তিনি বলেন, তাকে যখন আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল, তখন ওর পাল্স কাজ করছিল না। গেম খেলার সময়ে অনেক ক্ষেত্রেই উত্তেজনা চূড়ান্ত সীমায় পৌঁছে গেলে এরকম কাণ্ড ঘটে থাকে।

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি)। এদিকে কয়েকদিন আগে গেমটি নিষিদ্ধ করেছে নেপাল। গেমটির সহিংস বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে—এমন আশঙ্কা থেকেই মূলত গেমটিকে নিষিদ্ধ করা হয়েছে নেপালে।


শর্টলিংকঃ