- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

টিকটকের মতো ফিচার আনছে ইউটিউব

টিকটকের মতো ফিচার আনছে ইউটিউব

ইউএনভি ডেস্ক:

শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটকের প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছে ইউটিউব।নতুন ফিচার হিসেবে ইউটিউবে তারা শর্টস নামের একটি ফিচার আনছে।

ইউটিউবের মোবাইল অ্যাপে ফিচারটি যুক্ত হবে, আলাদা কোনো অ্যাপ হিসেবে আসবে না।ইউটিউব তাদের লাইসেন্স করা গানই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট করার সুযোগ দেবে। বছরের শেষ দিকে শর্টস ফিচারটি চালু হতে পারে।

এর আগে ফেইসবুক লাসসো নামে একটি অ্যাপ আনে। টিকটকের মতো ফিচার আনে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটও। তবে কেউই টিকটকের মতো সফল হয়নি। ইউটিউব পেরে উঠবে কিনা তা সময়ই বলে দেবে।গত এক বছরে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে টিকটক নামনো হয় ৮৪ কোটি ২০ লাখ বার।