Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ট্রাম্প পুনর্নির্বাচিত হলে পরিস্থিতি আরও খারাপ হবে: হিলারি


ইউএনভি ডেস্ক:

আরও চার বছরের জন্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকার দায়িত্ব পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করলেন সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন। দেশকে খাদের কিনারা থেকে তুলে আনতে ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিসকে সমর্থন দিতে ভোটারদের আহ্বান জানালেন তিনি।

২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন ক্লিনটন। জনপ্রিয়তা ভোট জিতলেও ইলেক্টোরাল কলেজে হেরে যান সাবেক ফার্স্ট লেডি। বুধবার (১৯ আগস্ট) নির্বাচনী সমাবেশে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “চার বছর ধরে লোকেরা আমাকে বলছে ‘আমি বুঝতেই পারিনি সে (ট্রাম্প) কতটা বিপজ্জনক।’ আমি যদি আবার ফিরে যেতে পারতাম, আবারও যদি ভোট চাইতে পারতাম।”

এবারের ট্রাম্পকে হারাতে ডেমোক্রেটদের পক্ষে উপচে পড়া ভোট চাইলেন তিনি। গত নির্বাচনে রাশিয়ানদের হস্তক্ষেপের কথা উল্লেখ করে ক্লিনটন বলেছেন, ‘ডেমোক্রেটদের অসংখ্য ভোট দরকার, যেন ট্রাম্প জয় ছিনিয়ে নিতে না পারে। এবার আরেকটি যেমন তেমন নির্বাচন হওয়া চলবে না। আপনারা সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। যদি মেইল ভোট দিতে চান, তাহলেই এখনই ব্যালট চেয়ে রাখুন এবং যত দ্রুত পারা যায় কেন্দ্রে পাঠান।’

ডেমোক্রেটদের নির্বাচনী সমাবেশে রাখা বক্তব্যে প্রথম কৃষ্ণাঙ্গ এশিয়ান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলার পাশে দাঁড়ালেন ক্লিনটন। এই জ্যামাইকান-ভারতীয় বংশোদ্ভুত নারী ট্রাম্পের আক্রমণ সামাল দিতে পারবেন বিশ্বাস তার, ‘আমি জানি অনেক বাধা বিপত্তির মুখোমুখি হবে সে। তবে সব কিছুই সামাল দেওয়ার ক্ষমতা আছে তার।’


Exit mobile version