ঠাকুরগাঁও সীমান্তে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ


ইউএন ডেস্ক নিউজ:
বিএসএফ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটক যুবকের নাম শাহ আলম(২৮) ।
বুধবার (২৩ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার পাড়িয়া ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের ৩৯০/ ২ এস পিলারের কাছে ভারতের হাটখোলা সীমান্তের ১০০ গজ ভিতর থেকে শাহ আলমকে বিএসএফ আটক করে। এমনটি জানান কান্তিভটা ক্যাম্পের কমান্ডার হাবিলদার ওয়াহেদ জামান।
শাহ আলম (২৮) বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কান্তিভিটা গ্রামের কাইয়ুম আহমেদের ছেলে।
কান্তিভিটা ক্যাম্পের কমান্ডার হাবিলদার ওয়াহেদ জামান জানান,  আমরা খবর পেয়েছি শাহ আলম গত ৩ মাস আগে ভারতে রাজমিস্ত্রীর কাজ করতে গেছিল। গতকাল রাত ১০ টার সময় বাড়ীতে ফেরত আসার সময় কান্তিভিটা ক্যাম্পের ৩৯০/ ২ এস পিলারে ভারতের ১০০ গজ ভিতর থেকে ধরে নিয়ে যায় ভারতের খোলাহাটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

শর্টলিংকঃ