Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় মার্নাস লাবুশানে


ইউএনভি ডেস্ক:

নতুন দশকের প্রথম সেঞ্চুরিয়ান এবং ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন মার্নাস লাবুশানে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিনেই দ্বিশতরান পূর্ণ করেন অজি নিউ সেনসেশন। শেষ পর্যন্ত ৩৬৩ বলে ২১৫ রান করে আউট হন ডানহাতি ব্যাটসম্যান।

মার্নাস লাবুশানে

২০১৯ সালে ব্যাট হাতে যেখানে শেষ করেছিলেন, ২০২০ সালে সেখান থেকেই শুরু করলেন লাবুশানে। বছরের শুরুতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। তার ২১৫ রানের মহাকাব্যিক ইনিংসটি ১৯টি চার ও ১টি ছক্কায় সাজানো।

২০১৯ সাল ব্যাট হাতে দারুণ গিয়েছিল লাবুশানের। পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টে সেঞ্চুরি হাঁকানে তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে শতরান করেন ২৫ বছর বয়সী ব্যাটার।

এ নিয়ে টানা ৩ টেস্টে তিন অংক ছোঁয়া ইনিংস খেলেন লাবুশানে। মেলবোর্ন টেস্টে করতে পারলে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান এবং স্টিভ স্মিথের টানা ৪ টেস্টে চারটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ছুঁতেন তিনি। তবে ২ ইনিংসেই ব্যর্থ হন তরুণ ক্রিকেটার।

তবে পরের টেস্ট সিডনিতে ব্যাটে ঝড় তুললেন লাবুশানে। এ নিয়ে ক্যারিয়ারের শেষ ৭ ইনিংসে চতুর্থ শতরান পেলেন তিনি। এছাড়া অজিদের হয়ে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ৬৩ রান করে আউট হন। দুজনের ব্যাটে প্রথম ইনিংসে ৪০০ রানের গণ্ডি ছাড়িয়েছে অজিরা।


Exit mobile version