ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন রাবির ১৩ শিক্ষার্থী


রাবি প্রতিনিধি:

কলা অনুষদভুক্ত ২০১৮ সালের বি.এ/ বি.পি.এ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, দর্শন বিভাগের শিক্ষার্থী শামীমা তাসনিম, কনিকা রানী সরকার, ইতিহাস বিভাগের সমাপ্তী আক্তার, ইংরেজী বিভাগের শারমিন আক্তার, বাংলা বিভাগের ববিতা খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আল মামুন, আরবী বিভাগের হাশমতুল্লাহ, ইসলামিক স্টডিজ বিভাগের আল আমিন, সঙ্গীত বিভাগের রুম্মান আরা হোসেন দৃষ্টি, নাট্যকলা বিভাগের রাসেল রানা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের রওনক জাহান স্বর্ণা, সংস্কৃত বিভাগের মুশফিকা রহমান, উর্দু বিভাগের শামিমা আক্তার।

অনুষ্ঠানে কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক আনন্দ কুমার সাহা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, ইংরেজী বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মর্ত্তজা খালেদসহ বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 


শর্টলিংকঃ