Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ডিসেম্বরে আসছে ‘কাঠবিড়ালী’


কাঠবিড়ালী’র দৃশ্যদুই বছর কাজ করার পর অবশেষে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে অর্চিতা স্পর্শিয়ার চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’। এটি উপলক্ষে সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ছবির ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজার।

 

যেখানে গ্রামের দুই তরুণ-তরুণীর গল্প উঠে এসেছে। ছবিটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা। তাসনিমুল তাজের চিত্রনাট্যে ‘কাঠবিড়ালী’ ছবির গল্প লিখেছেন নির্মাতা নিজেই।

ছবিটি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘‘কাঠবিড়ালী’-এর যে চরিত্রগুলো সেগুলো কিন্তু গ্রাম-শহরেও আছে। এগুলো দেশের সব জায়গায় আছে। আমি বলব, এ চলচ্চিত্র থেকে অনেক কিছু শেখার আছে। অনেক ব্যক্তিগত অনুভূতি আছে যেগুলো আসলে আমরা নিজেদের কাছে নিজেরা স্বীকার করি না। এগুলো উঠে আসবে এতে।’’

২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। এরপর নানা ধাপে চলে এর দৃশ্যধারণ।

পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, ‘‘আমাদের স্বপ্নের ছবি ‘কাঠবিড়ালী’। অনেক যত্ন নিয়ে এটি তৈরি। আশা করি, দর্শকরা ছবিটি দেখে প্রশংসা করবেন।’’

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবির। আরও আছেন শাহরিয়ার ফেরদৌস সজীব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, একে আজাদ সেতু, তানজিনা রহমান প্রমুখ।


Exit mobile version