ডেঙ্গু ঠেকাতে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ মেয়রের


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হতে হবে। কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ব্যাপারে সচেতন করছে। প্রয়োজনে দিনের বেলা মশারী টাঙিয়ে ঘুমাতে হবে, বিশেষ করে শিশুদের মশারির মধ্যে রাখতে হবে।


রোববার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে ‘সারা দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন উপলক্ষে সিটি কর্পোরেশন পর্যায়ে গঠিত কমিটির সভায় এসব কথা বলেন মেয়র। ‘‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। আসুন আমরা সবাই মিলে পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার। ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই’ ইত্যাদি স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গু জ¦র আক্রান্ত রোগী পাওয়া যায় নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন, সবাই ঢাকায় গিয়ে আক্রান্ত হয়েছেন। দেশে ডেঙ্গু প্রতিরোধে পূর্ব প্রস্তুতি নিতে হবে। এ বছর দ্রুত এর প্রকোপ কমাতে হবে। আগামীতে যাতে এভাবে ছড়িয়ে না পরে যেজন্য আগ থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম তুহিনুর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান, বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার প্রমুখ।


শর্টলিংকঃ