Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ড. অভিজিৎ হত্যা মামলা : দু’জনকে হাজির হতে বিজ্ঞপ্তির আদেশ


মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়াসহ পলাতক দুই আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।

একই সঙ্গে আগামী ১ আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। রোববার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান এ আদেশ দেন।
পলাতক অপর আসামি হলেন- আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ।

আদালত সূত্র জানায়, গত ১৩ মার্চ অভিজিৎ রায় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

গত ১১ এপ্রিল চার্জশিট আমলে নিয়ে ওই দু’জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে ওই দিন আদালত ১৫ জনকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।


Exit mobile version