Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ঢাকার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ১৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক


ইউএনভি ডেস্ক: 

রাজধানী ঢাকার স্যানিটেশন ব্যবস্থার আরো উন্নয়নে বিশ্ব ব্যাংক ১৭ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে। এতে নগরীর ১৫ লাখ লোক উপকৃত হবেন।

ফাইল ছবি

স্যানিটেশন সুবিধাসহ নগরীতে বসবাসের মানোন্নয়নে বিশেষ করে নগরীর দক্ষিণ অংশের উন্নয়নে বিশ্বব্যাংক এই অর্থায়ন করবে। শনিবার এখানে ওয়াশিংটন ডিসি থেকে প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়। এই প্রকল্প স্যুয়ায়েজ ব্যবস্থার উন্নয়ন করবে, এতে জলাবদ্ধতা পানি দূষণ হ্রাস পাবে।

এই কার্যক্রমের আওতায় বস্তিবাসী ও নিন্মআয়ের লোকদের জীবনমানের উন্নয়নে ৫০ হাজার নতুন পরিবারে স্যুয়ারেজ সংযোগ প্রদান করা হবে। টয়লেটের উন্নয়ন এবং সেপটিক ট্যাঙ্ক স্থাপন করবে।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মেরসি টেমবন বলেন, ‘ঢাকার নিন্ম আয়ের প্রায় ৩৫ লাখ লোক বিশেষ করে নারীরা নিন্মমানের স্যানিটেশন ও দূষণের ভোগান্তিতে রয়েছে।’

আরো পড়ুন : নাটোরে সন্দেহভাজন করোনায় আক্রান্ত ১, কোয়ারেন্টাইনে ৩২

তিনি বলেন, এই প্রকল্প নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করবে যা চরম দারিদ্র্যের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি কমানোর জন্য জরুরি।

প্রকল্পের আওতায় পাগলা এলাকায় নতুন স্যুয়ায়েজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হবে। এখানে দৈনিক প্রায় ১৫ কোটি লিটার পানি পরিশোধন করা যাবে। বাসস


Exit mobile version