রাবিতে ঢাবি, জাবি ও বশেমুরপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ


রাবি প্রতিনিধি:
তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। রোববার সন্ধ্যায় বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন তারা।

এর আগে প্রতিবাদী সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাঠামো স্বৈরতান্ত্রিক বলে উল্লেখ করেন। তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নিয়মতান্ত্রিকভাবে উপাচার্য নিয়োগ দেওয়া হয় না। সরকার নির্ধারণ করে দেয় উপাচার্য কে হবে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পুতুল উপাচার্য নিয়োগ দেয়।’
তারা আরও বলেন, ‘বর্তমান উপাচার্যদের কথাবার্তা, আচার-আচরণ নিয়েও দেশব্যাপী চলছে সমালোচনা।

উপাচার্য হয়ে তাদের একমাত্র কাজ হচ্ছে লুটপাট করে খাওয়া। শিক্ষাকে তারা বানিজ্য হিসেবে গড়ে তুলেছে। আর শিক্ষার্থীরা হয়েছে তাদের হাতের পুতুল। কিন্তু তারা জানে না, লুটপাটের ভাগ দিয়ে ক্ষমতায় বেশিদিন টিকে থাকা।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক মিরান শাহ, মহানগর ছাত্র ফেডারেশনের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক জিন্নাত আরা প্রমুখ।


শর্টলিংকঃ