Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ঢামেকে করোনার উপসর্গ নিয়ে ৪৯ জনের মৃত্যু


ইউএনভি ডেস্ক:

ঈদের ৪ দিনে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কোভিড-১৯ ভাইরাসের উপসর্গ নিয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকিদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। বুধবার ঢামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

২৩ মে বিকাল থেকে ২৭ মে বিকাল পর্যন্ত এই ৪৯ জনের মৃত্যু হয়। করোনা পজিটিভ মারা যাওয়া ৫ জন হলেন—নারায়ণগঞ্জের আমেনা খাতুন (৬৩), কেরানীগঞ্জের মেহেরুন নেসা (১০০) ও আকতার হোসেন (৫০), মুন্সীগঞ্জের আব্দুল জব্বার (৫৬) ও জাকিয়া সুলতানা (৩০)। অন্য ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমকেএম নাছির উদ্দীন জানান,ঢামেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা সবাই করোনা আক্রান্ত নন। তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন। পাশাপাশি তাদের শ্বাসকষ্ট ও কাশির মত করোনার উপসর্গ ছিল। করোনা পরীক্ষার রেজাল্ট পেলে নিশ্চিত হওয়া যাদের ৪৪ জনের কয়জনের করোনা ছিল।


Exit mobile version