Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ঢালাওভাবে দোকানপাট খুলে দেওয়া আত্মঘাতী: জাসদ


ইউএনভি ডেস্ক:

ঈদ শপিংয়ের জন্য ১০ মে থেকে শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

দলটি বলেছে, করোনা মহামারির বর্তমান দুর্যোগময় পরিস্থিতিতে ঢালাওভাবে শপিং মল ও দোকানপাট খুলে দিয়ে জনসমাগমের সুযোগ দেওয়া হবে আত্মঘাতী।মঙ্গলবার এক বিবৃতিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এ কথা বলেন।

বিবৃতিতে আরও বলা হয়, এবারের ঈদ আনন্দের ঈদ নয়। শপিংয়ের ঈদও নয়। এই সংকটে যাদের সামর্থ্য আছে তাদের শপিংয়ের অর্থ দিয়ে শপিং না করে কর্মহীন আয়হীন নিরূপায় অসহায় মানুষের পাশে খাদ্য সাহায্য নিয়ে দাঁড়াতে হবে। কর্মহীন, আয়হীন ও নিরূপায় অসহায় মানুষ ঈদের দিন দুই বেলা পেটভরে খেতে পারলে সেটাই হবে এবারের ঈদের সবচেয়ে আনন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।


Exit mobile version