তরুণদের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে বস্তিতে পরিচ্ছন্নতা প্রচারাভিযান


নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্ন বস্তি প্রচারাভিযান পরিচালিত হয়েছে। ‘বস্তি আমার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার’ স্লোগানে রাজশাহী মহানগরীর নামোভদ্রা বস্তি এলাকায় এ প্রচারাভিযান পরিচালিত হয়।

‘তারুণ্যের জয় হবে নিশ্চয়’ এ মূলমন্ত্রে এগিয়ে চলা রাজশাহীর তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও নামোভদ্রা বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন যৌথভাবে এ প্রচারাভিযানের আযোজন করে। তরুণ সংগঠন ইয়্যাস এর ‘শহর আমার দায়িত্বও আমার’ গনসচেতনতা প্রচারাভিযানের অংশ হিসেবে আজ বুধবার (০৭ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী এ প্রচারাভিযান চলে।

প্রচারাভিযান চলাকালে নগরীর নামোভদ্রা বস্তি এলাকায় সংগঠনটির তরুণরা স্থানীয় বস্তিবাসীদের সাথে নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে। এসময় তারা রাস্তার ধারেও বাড়ির আশেপাশে পড়ে থাকা ময়লা আবর্জনাগুলো অপসারণ করে একই সাথে স্থানগুলোকে জিবানুমুক্ত করতে জিবানুনাশক ব্লিচিং পাওডার ছিটিয়ে দেয়।

পরিচ্ছন্নতা অভিযানের শুরুতে সংগঠনের সদস্যরা সরকারের প্রচারনা পত্র অনুযায়ী ডেঙ্গু রোগের লক্ষণগুলো ও করণীয় দিকগুলো তুলে ধরে স্থানীয় বাসিন্দাদেরকে ডেঙ্গু ও পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গুরোগের জন্য সরকারি সেবা কোথায় কিভাবে পাওয়া সম্পর্কে বিভিন্ন ধরণে পরামর্শ প্রদান করে। প্রচারাভিযান শেষে ইয়্যাসের পক্ষ থেকে নমোভদ্রা বস্তিতে বিভিন্ন ধরণে বৃক্ষের চারা রোপণ করা হয়।

প্রচারাভিযানে উপস্থিত ছিলেন, বারসিক বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম, বারসিক রাজশাহী রিসোর্স সেন্টারের হিসাব রক্ষক উপেন রবিদাস, বারসিক রাজশাহী রিসোর্স সেন্টারের কমিউনিটি ফ্যাসিলেটর তহুরা খাতুন লিলি, তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি তরুণ নেতা শামীউল আলীম শাওন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ, পরিবেশ বিষয়ক সম্পাদক সুবাস কুমার, সদস্য যথাক্রমে আবির হোসেন, হাসানুজ্জামান সবুজ, নামোভদ্রা বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, রাজশাহী জেলা প্রশাসনের ডেঙ্গু মোকাবেলায় পরিচ্ছন্ন রাজশাহী ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে উক্ত প্রচারাভিযানের আয়োজন করা হয়।


শর্টলিংকঃ