তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চ উদযাপন


তানোর প্রতিনিধি:

তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। আজ শনিবার দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচীর মধ্যে ছিলো তানোর উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভোর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন মাইকে বাজানো, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ৭ই মার্চের ভাষনের উপর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বর্ণাঢ্য শোভাযাত্রা
বর্ণাঢ্য শোভাযাত্রা

তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পদ্মায় নৌকাডুবিতে নিহত বেড়ে ৬, নিখোঁজ ৩

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার সৃশান্ত কুমার মাহাতো। প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুজ্জামান।

তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আসলাম উদ্দিন, তানোর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, তানোর পৌরসভা বিএম কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলী মৃধা, তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ। তানোর উপজেলা প্রশাসনের নির্দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একযোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।


শর্টলিংকঃ