Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

তানোরে এলজিইডি অফিসের ৮জন সংক্রমিত


তানোর প্রতিনিধি :

তানোরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) অফিসের ইলেকট্রিশিয়ান টিএইচও’র গাড়ী চালকসহ আরো ৮জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

আজ (৩০ শে জুন) মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার রোজিয়ারা খাতুন। আক্রান্তরা হলেন, তানোর উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের আরিফ হোসেন (২৮), তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো শহিদুল্লাহর (আগেই করোনা সনাক্ত) সংস্পর্শে থাকা তার সহকারী রায়হান আলী (২০), তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইয়া শিউলি রানীর (আগেই করোনা শনাক্ত) সংস্পর্শে থাকা তার ছেলে মিঠুন (২৩)।

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা (টিএইচও) ডাক্তার রোজিয়ারা খাতুনের গাড়ী চালক সুমন (৩২), তানোর উপজেলা নির্বাচন অফিসের নুর-এ-আলম (৩১), গোল্লাপাড়া বাজারের আলমগীর (৩৮), তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোর কিপার রতনের সাথে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দেয়া রাজশাহীর লক্ষিপুর এলাকার তুষার (২৭) ও রাজশাহীর ডিঙ্গাডোবা এলাকার সোহান হোসেন (২৮)।

এর আগে গত (২৮ শে জুন) তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে।


Exit mobile version