তানোরে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ ও স্বপ্নচারী


তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে গরিব কৃষকের ২২ কাঠা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে তানোর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন গ্রাম উন্নয়ন ‘স্বপ্নচারী’র সদস্যরা।

তানোরে কৃষকের ধান কেটে  দিলো ছাত্রলীগ ও স্বপ্নচারী

আজ বুধবার (৬মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন এলাকার হরিপুর গ্রামের প্রান্তিক কৃষক তাজমুলের হরিপুর মাঠের ২২ কাঠা জমির ধান কেটে মাথাই করে ঘরে তুলে দিয়েছেন।

রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, তানোর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুষার খান ও ‘স্বপ্নচারী’ যুব সংগঠনের সভাপতি রুবেল হোসেন মিন্টুর নেতৃত্বে ৩৫জন ছাত্র ও যুবক ওই দরিদ্র প্রান্তিক কৃষকের ধান কেটে দেন।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের পাশ্বে থাকতে নেতা-কর্মিদের নির্দেশ দিয়েছেন আমরা প্রান্তিক কৃষকের পাশ্বে থাকার চেষ্টা করছি। তিনি বলেন, সারাদেশের ন্যায় তানোরের ছাত্রলীগের নেতা-কর্মিরা এলাকার কিছৃ সেচ্ছা সেবী সংগঠণের মাধ্যমে বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আর আজ বুধবার থেকেই এ কার্যক্রম শুরু করা হলো।


শর্টলিংকঃ