Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

তানোরে দরিদ্রদের মাঝে চালের সাথে সবজি বিতরন


তানোর প্রতিনিধি:

তানোরে করোনায় ঘরে থাকা কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে এবার চালের সাথে সবজিও দিলেন তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান।

আজ সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত তানোর পৌর চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করেন। তানোর পৌর এলাকার প্রায় ৩শতাধীক দরিদ্রদের মাঝে চাল, ও সবজি (লাই, করলা, ভেন্ডী, ও আলু) প্রদান করেন।

এসময় তানোর পৌর সভার প্যানেল মেয়র সম্ভুনাথ হালদার, প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মুরছালিন শেখ, নারী কাউন্সিলর পলি বেগম, বিশিষ্ট সমাজ সেবক যুবদল নেতা এমদাদুল হক মন্ডলসহ পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তানোর পৌর মেয়রের চালের সাথে সবজি বিতরনকে এলাকার সুধিসমাজ সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, মেয়রের এটি একটি যুগউপযোগী পদক্ষেপ। অপর দিকে চালের সাথে সবজি পেয়ে খুবই খুশি কর্মহীন অসহায় দরিদ্ররা।

এব্যাপারে তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, করোনার কারনে এলাকার দরিদ্র পরিবারগুলো একেবারেই অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিনি এই দুর্যোগে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান।


Exit mobile version