তানোরে ধান ক্রয়ের জন্য কৃষকদের মাঝে লটারী


তানোর প্রতিনিধি:

তানোর উপজেলার ২টি খাদ্যগুদামে সরকারী ভাবে ধান ক্রয়ের জন্য তালিকা ভুক্ত কৃষকদের মধ্যে লটারী অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার ৫মে তানোর উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে অনুষ্ঠিত কৃষি কার্ডের লটারীর উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।


তানোর উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা গেছে, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভায় মোট ১হাজার ৭শ’৭৯ মেট্রিকটন ধান ক্রয়ের বরাদ্ধ এসেছে। এর মধ্যে ২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬শ’৬০জন কৃষককে খাদ্য গুদামে ধান বিক্রয়ের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে কলমা ইউপি এলাকার ২হাজার ৯শ’ ৩৪জন কৃষকের মধ্যে থেকে ৩শ’৭জন, তালন্দ ইউপি এলাকার ২হাজার ৮শ’ ৬জন কৃষকের মধ্যে থেকে ১শ’৭জন ও তানোর পৌর এলাকার ১হাজার ৯শ’ ২৬জন কৃষকের মধ্যে থেকে ১শ’৮৩জন কৃষক লটারীতে বিজয়ী হয়েছেন।

বিজয়ী কৃষকরা ২৬ টাকা কেজি হিসাবে ১মেট্রিক টন ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। এসময় তানোর উপজেলা খাদ্য কর্মকর্তা আলাউল হক, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেমসহ সংশ্লিষ্ট ইউনিয়ন এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্তকর্তাগন উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ