তানোরে পুলিশসহ সরকারী কর্মকর্তা মৎস্যজীবীদের হামলার শিকার


তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিল কুমারী বিলে কারেন্ট জাল বিরোধী অভিযানের সময় সরকারী কর্মকর্তা-কর্মচারীরা মোহনপুর উপজেলার মৎস্যজীবীদের হামলার শিকার হয়েছেন। এ হামলায় মৎস্য কর্মকর্তা ও  দুজন পুলিশ লাঞ্ছিত হলেও উপজেলা মৎস্য অফিসের অফিস সহায়ক আর কে রতন গুরুতর আহত হয়েছেন। হামলায় আহত হয়ে ওই অফিস সহায়ক উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মোহনপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ আছে, প্রতিমাসের ন্যায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিল কুমারী বিলে মৎস্য সংরক্ষণ কারেন্ট জাল অভিযান পরিচালনা সময় তাদের সীমানায় না গেলেও মোহনপুর উপজেলার মেলানি গ্রামের ৫০-৬০ জন মৎস্যজীবীদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ দুজন পুলিশ লাঞ্ছিত হয়। এবং উপজেলা মৎস্য অফিসের অফিস সহায়ক গুরুতর আহত হয়।

এনিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, আমরা প্রতিমাসের ন্যায় বিল কুমারী বিলে মৎস্য সংরক্ষণ কারেন্ট জাল অভিযান পরিচালনা সময় মোহনপুর উপজেলার মৎস্য জীবীরা অতর্কিত হামলা চালায়। হামলায় আমি নিজে সহ দুজন পুলিশ সদস্য লাঞ্ছিত হলেও আমার অফিসের অফিস সহায়ক গুরুতর আহত হয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বানু বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন বিয়ষটি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামী আটকের জোর চেষ্টা চলছে।


শর্টলিংকঃ