Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

তানোরে প্রতিপক্ষের হামলায় আহত ১


তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনারুল ইসলাম নামের এক ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচন্দর ইউপির শিকপুর গ্রামে। এঘটনায় উপজেলার শিকপুর গ্রামের তোফাজ্জল হোসেন বাদী হয়ে প্রতিবেশি ৪চার জনকে বিবাদী করে গতকাল রোববার দুপুরের দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ছবি: প্রতীকী

অভিযুক্তরা হলেন একই গ্রামের প্রতিবেশি মজিদের পুত্র এনামুল হক, আনোয়ার হোসেনের পুত্র আফজাল হোসেন,তার পুত্র তাইফুর রহমান এবং এনামুল হকের স্ত্রী রোজিনা বেগম। গত শুক্রবার দিবাগত রাত্রি ৮টার দিকে তাদের বাড়ির আঙ্গিনায় ঘটে মারপিটের ঘটনাটি। এঘটনায় জামাই আনারুল আহত হয়ে তানোর মেডিকেলে ভর্তি আছেন। উভয়ের মধ্যে ঘটনাটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে উল্লেখ রয়েছে চলতি মাসের গত শুক্রবার রাত্রি ৮টার দিকে তোফাজ্জলের বাড়ির আঙ্গিনায় এসে তাঁর স্ত্রীকে প্রতিপক্ষরা পূর্ব শুক্রতার যের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় তোফাজ্জলের ছেলে নাজমুল ভাষার খারাপ গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা এক জোট হয়ে মারপিট শুরু করলে জামাই আনারুল আগাইতে আসলে তাকে বেধড়ক পিটিয়ে নাক মুখ ফাটিয়ে রক্তাক্ত জখম করে।

অভিযোগ কারী তোফাজ্জল জানান, দীর্ঘ দিন ধরে জমিজমাসহ নানা বিষয়ে তাদের সাথে বিরোধ চলে আসছিল। তাঁরা আমার জামাইকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত রাকিবুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 


Exit mobile version