Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

তানোরে স্কুলে পুলিশের সচেতনতা সভা


তানোর প্রতিনিধি :

‘মাদককে না বলুন, বাল্য বিবাহ রোধ করুন, সন্ত্রাস ও জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিরুদ্ধে সোচ্চার হন,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোর থানা পুলিশের উদ্যোগে স্কুলে বাল্যবিয়ে মাদক ও সন্ত্রান ও জঙ্গিবাদ ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(আজ) গতকাল বৃহস্পতিবার সকালে তানোর উপজেলার পারিশো উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিঢসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম।

পারিশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অরবৃন্দ অধিকারী, সহকারী শিক্ষক শিবন্দ্রনাথ সরকার, সহকারী শিক্ষক আব্দুল হান্নান, সহকারী শিক্ষিকা নারগিস তানজিমা, সহকারী শিক্ষিকা আসমারা খাতুন প্রমুখ। এসময় পারিশো উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Exit mobile version