তানোরে ২০লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ২


তানোর প্রতিনিধি:

তানোর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০লিটার চোলাইমদসহ ২জনকে গ্রেপ্তার করেছে। (আজ) গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এরা হলেন, তানোর পৌর এলাকার সমাশপুর গ্রামের মৃত শ্রী মহিন প্রামানিকের পুত্র শ্রী শ্যামল প্রামানিক (৫০) ও হরিদেবপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র আব্দুল হান্নান আলী (৪১)। গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানায় এসআই সানোয়ার হোসেন সংগীয় ফোর্সসহ তানোর পৌর এলাকার হরিদেবপুর ও সমাশপুর গ্রামের অভিযান চালিয়ে ২০লিটার চোলাইমদসহ ২জনকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন: ‘ইসলামের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন

এঘটনায় তানোর থানায় এসআই সানোয়ার হোসেন বাদি হয়ে ২জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতরা নিজ নিজ বাড়িতে দেশীয় চোলাইমদ উৎপাদন (তৈরি) করে বিক্রি করে আসছিলো। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। (আজ) গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 


শর্টলিংকঃ