তানোরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিসব উপলক্ষে আলোচনা সভা


তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল বুধবার বিকালে গোল্লপাড়া হাট চত্বরে এ উপলক্ষে এক জনসভার আয়োজন করা হয়। তানোর থানা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল।


বিশেষ অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল নবী বাবু চৌধুরী,উপজেলা ভাইচ চেয়ারম্যান আবু বকর, মহিলা ভাইচ চেয়ারম্যান ও থানা মহিলা লীগের সভাপতি সোনিয়া সরদার,থানা কৃষকলীগের সভাপতি জাইদুর রহমান, সাধারণ সম্পাদক আরব আলী, থানা বঙ্গবন্ধু সৈনিত লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন,থানা ছাত্রলীগের সভাপতি এসকে সানি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার অমি ।


তানোর থানা যুবলীগের সাধারণ সম্পাদক জবায়ের ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, পাঁচন্দর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন, বাধাইড় ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ,সাধারণ সম্পাদক সুফিকামাল মিন্ট, কামারগাঁ ইউনিয়নের সভাপতি চেয়ারম্যান মুসলেম উদ্দিন প্রমানিক

কলমা ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, চাঁন্দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, সরনজাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেক, পৗর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।উক্ত জনসভায় বক্তরা ২১ গ্রেনেড হামলা কারীদের দ্রতবিচারের আওতায় এনে ফাসিঁ কার্যকারের দাবি জানান।


শর্টলিংকঃ