তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরির্দশন করলেন সাংসদ ফারুক চৌধুরী


তানোর প্রতিনিধি:

তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরির্দশন করলেন রাজশাহী-১ (তানোর-গোদাগড়ী) আসনের সাংসদ ফারুক চৌধুরী। এ সময় তিনি বলেন, করোনা প্রতিরোধে চিকিৎসকদের আন্তরিক ভাবে সেবা প্রদানে প্রস্তুত থাকতে হবে। সেই সাথে স্বাস্থ্য কেন্দ্রেগুলোসহ কমিউনিটি ক্লিনিকগুলো পরিস্কার পরিচ্ছন্ন রেখে আন্তরিক ভাবে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। গ্রামের জনসাধারণকে করোনা প্রতিরোধে করনীয় বিষয়গুলো বুঝিয়ে বলে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

আজ সোমবার বেলা ১১টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হল রুমে তিনি চিকিৎসক ও স্বাস্থ্য কর্মিদের সাথে মতবিনীময় কালে এসব কথা বলেন। তিনি বলেন, দুরত্ব বজায় রাখা, সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া, মুখে মাস্ক ও হাতে গ্লোপ্স ব্যবহার করা, বাইরে থেকে এসে পোষাক পরিস্কার করে নেয়াসহ সকল বিষয়ে গ্রামের জনসাধারনকে সচেতনতা মুলক পরামর্শ দিয়ে করোনা প্রতিরোধের দায়িত্ব পালন করতে হবে। করোনার মহামারী শেষ না হওয়া পর্যন্ত সকল চিকিৎসককে নিয়মিত ভাবে দায়িত্ব পালনে আন্তরিক হতেই হবে।

নতুন করে ১ জন করোনায় আক্রান্ত

এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইষ চেয়ারম্যান আবু বাক্কার, নারী ভাইষ চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রোজিয়ারা খাতুন, আ’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তানোর পৌর সভার আ’লীগ দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল বাশার সুজনসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তানোর উপজেলা নির্বাহী অফিসার তানোর উপজেলা বিভিন্ন রাস্তায় জীবানুনাশক ঔষুধ স্প্রে করে এর উদ্বোধন করেন।


শর্টলিংকঃ