Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

তিউনিসিয়ায় প্রেসিডেন্টের অফিসে রহস্যময় খাম খুলে এক কর্মকর্তা অসুস্থ


ইউএনভি ডেস্ক:

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইয়্যেদের অফিস কক্ষে বুধবার পাওয়া রহস্যময় একটি খাম খুলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক কর্মকর্তা।

পরিচালক পর্যায়ের ওই কর্মকর্তা ইতোমধ্যে তার দৃষ্টিশক্তি হারিয়েছেন। বুধবার থেকেই তিনি সজ্ঞাহীন অবস্থায় আছেন।

বুধবার পাওয়া রহস্যময় ওই খামের মধ্যে কোনো ডকুমেন্ট কিংবা চিঠি ছিল না। তার পরিবর্তে সেখানে কিছু পাউডার (গুড়া) পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে ওই খামটি প্রেসিডেন্ট খোলেননি। খুলেছিলেন প্রেসিডেন্টের অফিসের ডিরেক্টর। তার নাম অবশ্য প্রকাশ করা হয়নি।

এদিকে প্রেসিডেন্টের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা এক আন-অফিসিয়াল পেজ থেকে বুধবার জানানো হয়েছিল যে, একটি উড়ো চিঠির মাধ্যমে প্রেসিডেন্টকে বিষ প্রয়োগের চেষ্টা করা হয়েছে। খামের মধ্যে রিচিন নামক বিষাক্ত পদার্থ দিয়ে তাকে বিষ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল।


Exit mobile version