তাপদাহে মারা গেল খামারীর এক হাজার মুরগি


রাজেকুল ইসলাম, রাণীনগর:

নওগাঁর রাণীনগরে প্রচণ্ড তাপদাহে এক খামারীর প্রায় এক হাজার ব্রয়লার মুরগী মারা গেছে। সপ্তাহজুড়ে টানা গরমে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ১২শ’ মুরগীর মধ্যে প্রায় এক হাজার মুরগীই মারা যায়। ফলে ঋণের বোঝা নিয়ে এখন দিশেহারা খামারী সাজ্জাদ হোসেন।

উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামের সাজ্জাদ হোসেন এনজিও থেকে ঋণ দিয়ে প্রায় এক মাস আগে ব্রয়লার মুরগীর বাচ্চা কিনে খামারে বাণিজ্যিকভাবে পালন করছিল। গত ৩০ দিনে প্রতিটি মুরগীর ওজন হয়েছিল প্রায় এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত।

এরই মধ্যে সপ্তাহজুড়ে তাপদাহ অব্যাহত থাকায় কারণে খামারের সাদা ব্রয়লার জাতের ১২শ’ মুরগীর মধ্যে প্রায় এক হাজার মুরগী মারা যায়। এতে খামারী সাজ্জাদ হোসেনের  প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

খামারী সাজ্জাদ হোসেন ২০১০ সাল থেকে এই ব্যবসার সাথে জড়িত। তিনি জানান,  বাড়ির পাশে গড়ে তুলেছেন এই বাণিজ্যিক খামার। কিন্তু এবারের মতো  ভ্যাপসা গরম ও দাবদাহের মুখোমুখি পড়েন নি কখনো। তাই খামারের বাড়তি পরিচর্যা নিয়ে মুরগি রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।


শর্টলিংকঃ