তৃতীয় প্রজন্মের ফাইভজি মডেম আনছে কোয়ালকম


ইউএনভি ডেস্ক:

ফাইভজি মডেম ও রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমের সমন্বয়ে মোবাইল ডিভাইসের জন্য এক্স৬০ মডেম তৈরি করছে কোয়ালকম। যা মিলিমিটার ওয়েভ ও সাব-৬ ব্যান্ডের তরঙ্গকে ধরতে পারবে এবং এর অ্যান্টেনাও অনেক ছোট।

তৃতীয় প্রজন্মের ফাইভজি মডেম আনছে কোয়ালকম

এটি কোয়ালকমের তৃতীয় প্রজন্মের ফাইভজি মডেম। এই শ্রেণির এক্স৫০ মডেম এখন আর বাজারে নেই। এক্স৫৫ স্যামসাংয়ের নতুন মোবাইল ডিভাইসগুলোতে ব্যবহার হচ্ছে।

কোম্পানিটির আশা, এক্স৬০ মডেম মোবাইল সেবা প্রদানকারী কোম্পানিগুলোকে স্পেকট্রাম বিষয়ে স্বাধীনতা দেবে এবং অনেক কাস্টমাইজেশনের সুযোগ করে দেবে।এবছরের শুরুর দিকেই এক্স৬০ মডেমের নমুনা তৈরি হয়ে যাবে এবং আগামী বছরেই বাজারে আনা সম্ভব হবে বলে জানা গেছে।

এদিকে অ্যাপলের তরফ থেকে কোয়ালকমের এক্স সিরিজের মডেমের অ্যান্টেনা ডিজাইন নিয়ে প্রশ্ন তোলা হয়। কোয়ালকম অবশ্য বিষয়টিকে এখনও আমলে নেয়নি। তবে কোম্পানিটি জানায় তারা আগামীতে অ্যান্টেনা ডিজাইন নিয়ে কাজ করবে।কোয়ালকমের তরফ থেকে আশা প্রকাশ করা হয়, এমন মডেম আশানুরূপ কাজ করলে বিশ্বব্যাপী ফাইভজি সেবা ছড়িয়ে দেওয়া আরও সহজ হবে।


শর্টলিংকঃ