Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

থাইল্যান্ডে সেনা সদস্যের গুলিতে মৃতের সংখ্যা বেড়ে ২৬


ইউএনভি ডেস্ক:

থাইল্যান্ডের নাখোন রতচসীমা শহরে এক সেনা সদস্যের নির্বিচারে গুলির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫২ জন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঝা রবিবার এমনটি জানিয়েছে।

আহতদের হাসপাতালে দেখতে গিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঝা বলেন, একটি জমির চুক্তি নিয়ে মনের ক্ষোভ থেকে সে এই কাজ করেছে । তার কাছে মনে হয়েছে যে তাকে ঠকানো হয়েছে।

গত শনিবার থাইল্যান্ডের উত্তর-পূর্বে নাখোন রতচসীমা শহরে একটি মন্দিরে ও বিপণীবিতানে এলোপাথাড়ি গুলি চালায় সেনা সদস্য জাকরাপান্থ থোমা


Exit mobile version