Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দক্ষিণ আফ্রিকাকে আরও ১৩ মিলিয়ন করোনা ভ্যাকসিন দেবে ভারত


ইউএনভি ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাপোসা টেলিফোনে দীর্ঘ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৃহস্পতিবার রাতে এই দুই রাষ্ট্রপ্রধান কথা বলেছেন।


এ সময় রাষ্ট্রপতি সিরিল রামাপোসা ভারত থেকে ১ ফেব্রুয়ারি ভ্যাকসিনের প্রথম চালান দক্ষিণ আফ্রিকায় আসায় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে মহামারি ঠেকাতে ভ্যাকসিন দিয়ে দক্ষিণ আফ্রিকার পাশে থাকায় ভারতের প্রধানমন্ত্রী ও জনগণের প্রশংসা করেন তিনি।

এদিকে নরেন্দ্র মোদি রামাপোসাকে টেলিফোনে বলেছেন, ভারত ভ্যাকসিনের একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করবে আফ্রিকার দেশগুলোর জন্য। এ প্যাকেজের আওতায় চলতি ফেব্রুয়ারির শেষের দিকে আরও ১৩ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে।

আফ্রিকার দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহ বাড়াতে ভারত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে নরেন্দ্র মোদি রামাপোসাকে জানিয়েছেন।এছাড়া করোনায় বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে দক্ষিণ আফ্রিকা-ভারত যৌথভাবে কাজ করবে বলে একে-অপরকে আশ্বস্ত করেন।


Exit mobile version