দগ্ধ লাশ শনাক্তে ডিএনএ নমুনা দিল স্বজনহারা ২৫ জন


ইউএনভি ডেস্ক :

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ২১টি লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। এই লাশগুলো শনাক্ত করতে পরিবারের স্বজনদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। তবে পুড়ে যাওয়া ১৭ লাশের জন্য মোট ২৫ জন স্বজনদের কাছ থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা করেছে সিআইডি। কিন্তু ৪টি লাশের নিকট আত্মীয় না আসায় ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা যায়নি।

ঢাকা মেডিকেলে লাশ শনাক্তে স্বজনরা ডিএনএ নমুনা দিচ্ছেন

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিআইডির সহকারী ডিএনএ অ্যানালিস্ট নুসরাত ইয়াসমিন।

নুসরাত ইয়াসমিন বলেন, আমরা সকাল ১১ টা থেকে এখানে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করেছি। এখন পর্যন্ত ১৭ লাশের জন্য ২৫ জন স্বজনদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। স্বজনদের মধ্যে বেশিরভাগই ভাই-বোন এসেছেন। কিন্তু এক্ষেত্রে বাবা-মা আসলে সবচেয়ে ভালো হয়। কেননা ডিএনএ টেস্ট করতে বাবা-মার স্যাম্পলটা সবচেয়ে কার্যকরী হয়।

‘পরবর্তীতে যারা আসবেন তাদেরকে বাবা-মা আসার পরামর্শ দিচ্ছি আমরা। এছাড়া যাদের ভাই-বোনেরটা নেয়া হয়েছে প্রয়োজনে তাদের বাবা-মার টা নেয়া হতে পারে বলে। সেক্ষেত্রে তাদের সিআইডির কার্যালয়ের ল্যাবে যেতে হবে। স্বজনদের কাছ থেকে রক্ত এবং বাক্কাল সোয়াব বা লালা (মুখের ভেতরের কোষবিশেষ) সংগ্রহ করেছি।’

মায়ের দগ্ধ লাশ শনাক্তে ডিএনএ নমুনা দিলো শিশু সানিনও

তিনি আরও বলেন, ‘ডিএনএ টেস্ট সম্পূর্ণরূপে স্যাম্পলের আলামতের ওপর নির্ভর করে। এক্ষেত্রে অনেক সময় ১ থেকে ৩ মাস সময় লেগে যায়। কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কেননা লাশগুলো পুড়ে গেছে। স্যাম্পলের পরীক্ষা নিরীক্ষা তাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া এর আগে আমরা প্রতিটি লাশ থেকে হাড় আর দাঁতের অংশ সংগ্রহ করেছি।’

নুসরাত ইয়াসমিন বলেন, ‘আমরা আজ এখানে সারাদিন নমুনা সংগ্রহের জন্য বাকি স্বজনদের অপেক্ষায় থাকবো। পরবর্তী কোন নির্দেশনা না আসলে আগামীকালও থাকবো এখানে একই কাজে। এরপর দিন থেকে পরে কেউ নমুনা দিতে আসলে তাকে মালিবাগে সিআইডির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দিয়ে আসতে হবে।’


শর্টলিংকঃ