Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দর্শকপ্রিয়তা পেয়েছে আলাদিন


ইউএনভি ডেস্ক:

অগণিত মানুষের শৈশবের জাদুকরী নায়ক আলাদিন। তার আশ্চর্য প্রদীপের গল্পে কৌতূহল নেই এমন মানুষ কমই পাওয়া যাবে। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত বাংলায় ডাবিং করা টিভি সিরিয়াল ‘আলাদিন’ কিছু দিন আগে থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে।

এরই মধ্যে সিরিয়ালটি দর্শকের ভালোলাগায় স্থান করে নিয়েছে। এটি প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে।

বাগদাদের এক দরিদ্র পরিবারের ছেলে আলাদিন। চোর হলেও দয়ালু, মজার এবং সাহসী ছেলে হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। তার সবচেয়ে বড় স্বপ্ন হলো– বাগদাদের রাজকন্যা ইয়াসমিনের সঙ্গে দেখা করা।

ছোটবেলায় প্রথম দেখাতেই রাজকন্যার প্রেমে পড়ে গিয়েছিল সে। দৈবক্রমে তার হাতে এসে পড়ে এক আশ্চর্য প্রদীপ, যাতে ঘষা লাগার পর এক দৈত্য বেরিয়ে আসে। দৈত্যের অনেক ক্ষমতা। প্রভু আলাদিন যা চায় তা করে সে। তবে কি এই জাদুর প্রদীপের মাধ্যমে আলাদিন পেয়ে যাবে রাজকন্যাকে?

এই প্রদীপের ক্ষমতা দিয়ে কীভাবে সে শত্রুদের মোকাবেলা করে, শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়– এমন অনেক প্রশ্নের জবাব মিলবে টিভি সিরিয়াল ‘আলাদিন’-এ। এমনটাই জনিয়েছে মাছরাঙা টেলিভিশনের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রিয়াদ শিমুল।

তিনি বলেন, ‘এই নাটকটি প্রচারে আসার অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছে, যা আমাদের জন্য স্বস্তির একটি খবর। আশা করছি এখনকার মতো আগামী দিনেও এটি দর্শকের ভালোলাগা নিয়েই প্রচার হবে।’


Exit mobile version