Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দিনভর থাকবে রোদ-বৃষ্টির খেলা


ইউএনভি ডেস্ক:

‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। ২৯ দিনের সিয়াম সাধনা শেষে বুধবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঘরে ঘরে চলছে আনন্দ উল্লাস। তবে ঈদের এই আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি।

বুধবার সকাল ৬টা থেকে ঢাকাসহ প্রায় সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ইতিমধ্যে রাজধানীর ধানমন্ডিসহ বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। সারা দিনই চলতে পারে রোদ-বৃষ্টির খেলা।

আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, বুধবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। রোদ উঠলেও বিকালের পরে আবার আকাশে দেখা যাবে মেঘের ঘনঘটা। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়েই সকাল থেকে বৃষ্টি হবে। তবে, দেশের তাপমাত্রা থাকবে স্বস্তিদায়ক।

তিনি বলেন, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে সকালে নাহলেও, দুপুরের পর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বিকালে এসব এলাকায় রোদের দেখা মিলবে। ফলে, ঈদের দিন সারাদেশেই চলবে মেঘ-বৃষ্টি ও রোদের খেলা।

‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। ২৯ দিনের সিয়াম সাধনা শেষে বুধবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঘরে ঘরে চলছে আনন্দ উল্লাস। তবে ঈদের এই আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি।

বুধবার সকাল ৬টা থেকে ঢাকাসহ প্রায় সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ইতিমধ্যে রাজধানীর ধানমন্ডিসহ বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। সারা দিনই চলতে পারে রোদ-বৃষ্টির খেলা।

আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, বুধবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। রোদ উঠলেও বিকালের পরে আবার আকাশে দেখা যাবে মেঘের ঘনঘটা। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়েই সকাল থেকে বৃষ্টি হবে। তবে, দেশের তাপমাত্রা থাকবে স্বস্তিদায়ক।


Exit mobile version