Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছেন ম্যাকেঞ্জি


ইউএনভি ডেস্ক:

তিন সংস্করণের ক্রিকেটের জন্য আলাদা আলাদা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছেন নিল ম্যাকেঞ্জি। ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ।

ম্যাকেঞ্জি বলেন, ‘আমরা কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। সামনে আমাদের কিছু বিষয়ে কাজ করতে হবে। আর সেটা তিন সংস্করণের ক্রিকেটেই।’

বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতার প্রশংসা করেছেন এই দক্ষিণ আফ্রিকান। তরুণ ব্যাটসম্যানদের শেখার আগ্রহ মুগ্ধ করেছে তাঁকে। ব্যাটসম্যানদের এমন স্পৃহার কারণে নিজেকেও বেশ গুরুত্বপূর্ণ মনে হয় ম্যাকেঞ্জির। পুরো বিষয়টিকে যথেষ্ট ইতিবাচকভাবে দেখতে চান তিনি।

ম্যাকেঞ্জি আরও বলেন, ‘সব ক্রিকেটারই আমার কাছ থেকে শেখার জন্য মুখিয়ে থাকে। কোনও কিছু একভাবে করা না গেলে আমরা চেষ্টা করি আরেকভাবে করতে। তারা শিখতে আগ্রহী, অন্য কোন উপায়ে কি করা যায় সেটাও তারা জানতে চায়। বাংলাদেশ দলে এটা দারুণ ইতিবাচক দিক।

বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে এসব নিয়ে কথা বলতে দারুণ লাগে। তখন আপনার মনে হবে যে আপনিই পার্থক্য গড়ে দিচ্ছেন। কিন্তু এটা আসলে আমার খেলা না, এটা তাদেরই ক্যারিয়ার।


Exit mobile version