Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দুই ডিসপ্লের ৫জি ফোন


ইউএনভি ডেস্ক:

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা নিয়ে এসেছে দুই ডিসপ্লের রেজর ৫জি। এ ফোনটি গত বছর লঞ্চ হওয়া মটো রেজর ২০১৯-এর আপগ্রেড ভার্সন।


নতুন লঞ্চ হওয়া এ ক্লামশেল ডিজাইনের ফোনটিতে রয়েছে ৫জি কানেকটিভিটি। বিশেষ ফিচারের মধ্যে এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর, ডুয়েল স্ক্রিন ও ই-সিম সাপোর্ট। মটো রেজর ৫জি ফোনটি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ডলার।

ফোনটি পোলিসড গ্রাফাইট, লিকুইড মার্কারি এবং ব্লাশ গোল্ড রঙে পাওয়া যাবে। এর প্রাইমারি ডিসপ্লের সাইজ ৬.২ ইঞ্চি। এটি একটি সিনেমা ভিশন ওলিড ডিসপ্লে। আবার দ্বিতীয় ডিসপ্লেটি হল, ২.৭ ইঞ্চি কুইক ভিউ ওলিড ডিসপ্লে। প্রাইমারি ডিসপ্লের রেজুলেশন ৮৭৬ › ২১৪২ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২১:৯।

আবার সেকেন্ডারি ডিসপ্লের রেজুলেশন ৬০০ › ৮০০ পিক্সেল। সেকেন্ডারি ডিসপ্লে দিয়ে ফোনের নোটিফিকেশন, কল অ্যালার্ট ছাড়াও বেশ কিছু কাজ হয়। এটিও একটি টাচ ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসেবে এ ফোনে আছে অ্যান্ড্রয়েড ১০।


Exit mobile version