Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের


মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী ‘সেন্টকম’র কমান্ডার কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি গত সপ্তাহে অন্তত দুটি ইরানি ভূপাতিত করার দাবি করেছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার দাবি করেছিলেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস বক্সার থেকে গুলি করে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর সিবিএসের।

ট্রাম্পের এ দাবির পর শুক্রবার রাতে ইরান মার্কিন রতণরী ইউএসএস বক্সারের আকাশে যে ড্রোনটি পাঠানো হয়েছিল তা থেকে সংগৃহীত ভিডিও ফুটেজ প্রকাশ করে জানিয়ে দেয়, আমেরিকা কোনো ইরানি ড্রোন ভূপাতিত করতে পারেনি।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পদস্থ কর্মকর্তা মেজর জেনারেল আবুল ফজল শেকারচি জানান, ট্রাম্প যে ড্রোন ভূপাতিত করার দাবি করছেন, সেটি কাজ শেষে ঘাঁটিতে ফিরে এসেছে।

এ ছাড়া আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল হাজিযাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এত বড় মিথ্যা বলবেন তা আমরা কল্পনাও করতে পারিনি। এ ছাড়া ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা হয়তো নিজের ড্রোন নিজেই ভূপাতিত করেছে।


Exit mobile version