দুদক গ্রেপ্তার করছে কোন আইনে?


ইউএনভি ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে অভিযুক্তদের সরাসরি গ্রেপ্তার করে এবং রিমান্ডেও নেয়৷ তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর প্রশ্ন উঠেছে দুদক এতদিন কোন আইনে এই কার্যক্রম চালিয়েছে৷

দুদক গ্রেফতার
রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বাসস পরিবেশিত খবরে বলা হয়, পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‘দুর্নীতি দমন কমিশনের কোনো গ্রেপ্তারের এখতিয়ার নেই, গ্রেপ্তারের জন্য তাদের কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদেরই বলতে হবে৷ তারা নির্দেশ দিতে পারে৷”

তিনি আরো বলেন, ‘‘তারা ধরে রেখে ওইখানে হাজতখানা বানাবে, হাজতে রাখবে এটা কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাজ না৷” শেখ হাসিনা বলেন, ‘‘যার যার কাজ তার তার করতে হবে৷”

এদিকে দুদক আইনের অনুসন্ধান ও তদন্ত বিষয়ক ধারা ২০ এর উপধারা তিন-এ বলা হয়েছে এই আইনের অধীনে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অপরাধ অনুসন্ধান এবং তদন্ত কাজে থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা পাবেন৷

আর ২১ ধারায় গ্রেপ্তারের বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে৷ তাতে বলা হয়েছে, কমিশনের কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যদি বিশ্বাস করার কোনো কারণ থাকে যে, কোনো ব্যক্তি তার নিজ নামে স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিক বা তার দখলে রয়েছে যা ঘোষিত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং যা ধারা ২৭ এর অধীন দণ্ডনীয় অপরাধ তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়েরের আগেই অনুসন্ধানের প্রয়োজনে আবশ্যক হলে কমিশনের অনুমোদন নিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন৷

উৎস: ডয়চে ভেলে বাংলা


শর্টলিংকঃ