Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


 দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব ভবনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন প্রেসক্লাবের পৃষ্ঠপোষক সিরাজুল কবীর

দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলা প্রশাসনের সহায়তায় ক্লাবের সকল সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদের আনন্দ দ্বিগুন করতে প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের পাঞ্জাবী ও টোকেন মানি দেয়া হয়েছে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শাহাজামাল বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশির মাত্রা বাড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের সহায়তায় ক্লাবের সাংবাদিকদের জন্য এই আয়োজন করা হয়েছে। আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোবারক হোসেন শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন ও দপ্তর সম্পাদক শাহীন আলম প্রমূখ।

আরও পড়তে পারেন  রাজশাহীতে কোটিপতি কৃষকলীগ নেতাও পেলেন প্রধানমন্ত্রীর ২৫০০ টাকা!


Exit mobile version