Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দুর্গাপুরে কোয়ারান্টাইন রুলস ভঙ্গ করায় যুবক আটক


দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে ঢাকা থেকে ফিরে হোম কোয়ারান্টাইন না মানায় মাহাতাব উদ্দিন নামের (৩৫) এক ব্যাক্তিকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখার আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা নিজে উপস্থিত থেকে এ আদেশ দেন।

প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকা ওই ব্যাক্তির বাড়ি উপজেলার বেলঘরিয়া গ্রামে। সে ওই গ্রামের তামেজ উদ্দিনের পুত্র বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেলঘরিয়া গ্রামে যাওয়া হয়। সেখানে ঢাকা ফেরত এক ব্যক্তিকে জনসম্মুখে ঘুরে বেড়াতে দেখা গেলে তাকে পুলিশের সহযোগিতায় আটক করে কোয়ারেন্টাইন রুলস ভঙ্গ করার অভিযোগে বেলঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

আগামী ১৪ দিন সেখানেই কাটাতে হবে তাকে। এ ধরনের অভিযোগ আরো পাওয়া গেলে অভিযুক্তদের আটক করে শাস্তিস্বরূপ এভাবেই তাদের নিকটস্থ কোন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হবে বলেও জানান ইউএনও মহসীন মৃধা।


Exit mobile version