দুর্গাপুরে চেক জালিয়াতি মামলার আসামী গ্রেপ্তার


দুর্গাপুর প্রতিনিধি:

চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নেয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


গ্রেপ্তারকৃত আসামীর নাম সাহাদত আলী (৪৫)। তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র বলে জানায় পুলিশ। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, উপজেলার জয়নগর ইউনিয়নের রসুলপুর গ্রামের সাহাদত আলীর বিরুদ্ধে ৫০ লাখ ৬৩ হাজার ১৮২ টাকার চেক জালিয়াতি মামলায় তার বিরুদ্ধে এনআই এ্যাক্টের ১৩৮ ধারার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত ৫০ লাখ ৬৩ হাজার ১৮২ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন বিজ্ঞ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে থানার এস আই আব্দুল খালেক, এএসআই সারোয়ার জাহান, এএসআই শামসুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে আসামী সাহাদতকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শর্টলিংকঃ