দুর্গাপুরে তিন চাউল ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা অর্থদণ্ড


দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে গুদামে অতিরিক্ত মজুদ, তথ্য গোপন ও ন্যায্যমূল্যের চাইতে অধিক মূল্যে বিক্রি করায় তিন চাউল ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুর্গাপুর সদরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মহসীন মৃধা এ অর্থ দণ্ডাদেশ দেন।

এ সময় দুর্গাপুর সদরে ন্যায্য মূল্যের চাইতে অধিক মূল্যে চাউল বিক্রি করায় চাউল ব্যবসায়ী আয়েন উদ্দিনের ১০ হাজার, ব্যবসায়ী জোহার ৫ হাজার ও চাউল ব্যবসায়ী শামসুল ইসলামের ২০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে মুচলেকায় স্বাক্ষর করেন ব্যবসায়ীরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মহসীন মৃধা জানান, প্রতিটি চাউলের দোকানে বাজার দরের তালিকা সাঁটানো ও জনপ্রতি ১০ কেজি করে চাউল বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শর্টলিংকঃ