Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দুর্গাপুরে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


দুর্গাপুর প্রতিনিধি:

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সাধারণ ছুটির আওতায় পুরো দেশ। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণী-পেশার মানুষের বাইরে বের হওয়া বন্ধ করে দেয়া হয়।এ কারণে কিছুটা খাদ্য সঙ্কটে পড়েন নিম্নআয়ের সাধারণ মানুষ।

এসব মানুষের খাদ্য ঘাটতি মেটাতে তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শালঘরিয়া, পাচুবাড়ি, নামোদরখালি, শ্যামপুর ও আলিপুর এলাকার শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের আর্থিক সহায়তা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মহসীন মৃধা।এসময় তাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিনুর রহমান।


Exit mobile version